মহাবিশ্ব কি বা মহাবিশ্ব কাকে বলে?

মহাবিশ্ব কি বা মহাবিশ্ব কাকে বলে?
ছবিঃ INN

সকল গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, নক্ষত্র, গ্যালাক্সি, ধূমকেতু, ব্ল্যাক হোল সহ সমস্ত মহাজাগতিক বস্তুকে একত্রে মহাবিশ্ব বলে। এমনকি সমস্ত মহাজাগতিক বস্তু যে অসীম শূন্যস্থানে বিরাজ করছে তা-ও মহাবিশ্বের অংশ। তবে শুধু এই অসীম সংখ্যক মহাজাগতিক বস্তু বা মহাশূন্যই নয়, সময়ও মহাবিশ্বের একটি অপরিহার্য অংশ।

অর্থাৎ, বলা যেতে পারে যে, সকল মহাজাগতিক বস্তু বা শক্তি, মহাশূন্য ও সময়ের যে সমষ্টি বিবেচনা করা করা হয় তা-ই মহাবিশ্ব। আমাদের পৃথিবী এবং এর উপগ্রহ চাঁদ মহাবিশ্বের একটি অতি ক্ষুদ্র অংশ, যেমন টি অন্যান্য গ্রহ এবং তাদের ডজন ডজন উপগ্রহও। মানুষ, পশুপাখি সহ কেউ-ই এর বাইরে নয়।

মহাবিশ্বের সৃষ্টি থেকে শুরু করে এক অতি দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে সৃষ্টি হয়েছে মহাজগতের এসকল উপাদান। মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে জানতে চাইলে দেখুন আমাদের এই লেখাটি

একটি মন্তব্য পোস্ট করুন

4 মন্তব্যসমূহ

If it seems any informative mistake in the post, you are cordially welcome to suggest fixing it.