১ আলোকবর্ষ Image Source: exoplanets.nasa |
দৈর্ঘ্য বা দূরত্ব পরিমাপের বিভিন্ন একক রয়েছে। ছোট দৈর্ঘ্যের ক্ষেত্রে যেমন আমরা মিলিমিটার, সেন্টিমিটার, মিটার, ইঞ্চি বা ফুট ব্যাবহার করে থাকি, তেমনি বড় দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা কিলোমিটার, মাইল প্রভৃতি একক ব্যাবহার করি। তবে কিছু কিছু দূরত্ব পরিমাপের ক্ষেত্রে প্রচলিত এসব একক ব্যাবহার হিসাব নিকাশে জটিলতার সৃষ্টি করে থাকে। যেমন পৃথিবী থেকে কোন নক্ষত্রের দূরত্ব মাপতে গেলে প্রচলিত একক ব্যাবহার করতে গেলে অনেক বড় কোন সংখ্যার ফলাফল দেবে। যা অবশ্যই প্রতিনিয়ত ব্যাবহার বা লেখার ক্ষেত্রে বেশ ঝামেলার সৃষ্টি করবে।
এরকম অতি দীর্ঘ কোন দূরত্ব মাপার ক্ষেত্রে তাই বিজ্ঞানীরা কিছু ভিন্নধর্মী একক ব্যাবহার করে থাকেন। যার মধ্যে আলোকবর্ষ একটি। আজকের লেখায় আমরা বৃহৎ দৈর্ঘ্য বা দূরত্ব মাপার এই বিশেষ একক টি সম্পর্কে জানব।
আলোকবর্ষ কি ও কিভাবে হিসাব করা হয়?
আলোকবর্ষ হল দৈর্ঘ্য পরিমাপের একটি একক। একক টির ইংরেজি নাম "Light-Year"। নাম থেকেই বোঝা যাচ্ছে যে এই এককটির পরিমাপ আলো এবং বর্ষ -এর সাথে সম্পর্কিত।
মূলত: আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে থাকে এক আলোকবর্ষ বলে। দূরত্ব টি ঠিক কত বড় সেটি আর যাই হোক, কল্পনা করা সম্ভব না। কারণ টি এই এককের গাণিতিক রূপ আলোচনা করলেই পরিষ্কার হবে।
আমরা জানি,
১ বছর = ৩৬৫ দিন
= ৩৬৫ x ২৪ ঘণ্টা
= ৩৬৫ x ২৪ x ৬০ মিনিট
= ৩৬৫ x ২৪ x ৬০ x ৬০ সেকেন্ড
= ৩১৫৩৬০০০ সেকেন্ড
অর্থাৎ, ১ বছর = ৩১৫৩৬০০০ সেকেন্ড
আবার আমরা জানি,
আলো ১ সেকেন্ডে অতিক্রম করে ৩ x ১০^৮ মিটার বা ৩০০০০০০০০ মিটার (প্রায়)
অতএব, আলো ১ বছর বা ৩১৫৩৬০০০ সেকেন্ডে অতিক্রম করে = (৩০০০০০০০০ x ৩১৫৩৬০০০) মিটার (প্রায়)
= ৯৪৬০৮০০০০০০০০০০০ মিটার বা ৯.৪৬১ x ১০^১৫ মিটার (প্রায়)
= ৯,৪৬০,৮০০,০০০,০০০ কিলোমিটার (প্রায়)
= ৯.৪৬ ট্রিলিয়ন কিলোমিটার (প্রায়)
= ৫.৮৮ ট্রিলিয়ন মাইল (প্রায়)
অর্থাৎ, ১ আলোকবর্ষ = ৯.৪৬ ট্রিলিয়ন কিলোমিটার বা ৫.৮৮ ট্রিলিয়ন মাইল।
সোজা কথায় বললে, আলো ১ বছরে ৯.৪৬ ট্রিলিয়ন কিলোমিটার বা ৫.৮৮ ট্রিলিয়ন মাইল দূরত্ব অতিক্রম করে। আর এই দূরত্বকেই ১ আলোকবর্ষ বলে।
আলোকবর্ষ এককে দূরত্ব
পৃথিবীর নিকটতম নক্ষত্র সূর্য। সৌরজগতের নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেঞ্চুরাই পৃথিবী থেকে ৪.২ আলোকবর্ষ দূরে অবস্থিত। অর্থাৎ আপনি যদি আলোর বেগেও ভ্রমণ করেন, আপনার এই নক্ষত্রটি তে পৌছাতে ৪.২ বছর সময় লাগবে।
আমাদের গ্যালাক্সি, মিল্কি ওয়ে, প্রায় ১০০,০০০ আলোকবর্ষ প্রশস্ত যা সৌরজগতের আকারের ১৬০ মিলিয়ন গুণ বেশি।
Andromeda গ্যালাক্সি মিল্কিওয়ের নিকটতম অনুরূপ গ্যালাক্সি। এটি প্রায় ২.৫ মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত।
শেষ কথা
আমাদের মহাবিশ্বে বিভিন্ন নক্ষত্র, গ্যালাক্সি বা অন্যান্য মহাজাগতিক বস্তুর মধ্যে যে দূরত্ব তা পরিমাপের ক্ষেত্রে আলোকবর্ষ একটি অতি গুরুত্বপূর্ণ একক। তবে এটি ছাড়াও আরও কিছু একক রয়েছে যা এমন বৃহত্তর দূরত্ব পরিমাপের ক্ষেত্রে ব্যাবহার করা হয়ে থাকে। তবে সেসবের মধ্যে আলোকবর্ষই অধিক প্রচলিত।
0 মন্তব্যসমূহ
If it seems any informative mistake in the post, you are cordially welcome to suggest fixing it.