পদার্থবিজ্ঞানে বিভিন্ন রাশির মাত্রা সমীকরন । Dimensional Formulas



পদার্থবিজ্ঞান আমাদের অনেকের কাছেই একটি প্রিয় বিষয়। এ বিষয়টি অধ্যয়ন করতে গেলে যেমন আমাদের বিভিন্ন রাশি, তাদের একক, প্রতিক বা পদার্থবিজ্ঞানের বিভিন্ন সূত্র জানতে হয়, তেমনি বিভিন্ন ক্ষেত্রে এসকল রাশির মাত্রা সমীকরণও জানতে হয়। আজকে আমরা দেখব পদার্থবিজ্ঞানে বিভিন্ন রাশির মাত্রা সমীকরন।

মৌলিক রাশি

ভর (Mass): [M]
দৈর্ঘ্য (Length): [L]
সময় (Time): [T]তাপমাত্রা (Temperature): [K]
দীপন তীব্রতা (Luminous Intensity): [J]
তড়িৎ প্রবাহ (Electric Current): [I]
পদার্থের পরিমাপ (Amount of Substance): [N]

আরও পড়ুন- বিজ্ঞানের ১০ টি আবিষ্কার যা বদলে দিয়েছিল গোটা বিশ্বকে

লব্দ রাশি

১। বেগ (Velocity): [LT-1]

২। দ্রুতি (Speed): [LT-1]

৩। ত্বরণ (Acceleration): [LT-2]

৪। ভরবেগ (Momentum): [MLT-1]

৫। বল (Force): [MLT-2]

৬। বলের ঘাত (Impulse):[MLT-1]

৭। কৌণিক বেগ (Angular Velocity):[T-1]

৮। কৌণিক ত্বরণ (Angular Acceleration):[T-2]

৯। কৌণিক ভরবেগ (Angular Momentum):[ML2T-1]

১০। চক্রগতির ব্যাসার্ধ (Radius of Curvature) :[L]

১১। জড়তার ভ্রামক (Moment of Inertia): [ML2]

১২। দন্দের ভ্রামক (Moment of Torque) : [ML2T-2]

১৩। বলের ভ্রামক (Moment of Force): [ML2T-2]

১৪। কাজ (Work): [ML2T-2]

১৫। ক্ষমতা (Power):[ML2T-3]

১৬। শক্তি (Energy): [ML2T-2]

আরও পড়ুন- বিভিন্ন ভৌত রাশির একক ও প্রতীক 

১৭। মহাকর্ষীয় প্রাবল্য (Gravitational Intensity): [LT-2]

১৮। মহাকর্ষীয় ধ্রুবক (Gravitational Constant): [M-1L3T-2]

১৯। মহাকর্ষীয় বিভব (Gravitational Potential):[L2T-2]

২০। স্থিতিস্থাপক গুণাঙ্ক (Modulus of Elasticity):[ML-1T-2]

২১। পৃষ্ঠটান (Surface Tension) : [MT-2]

২২। সান্দ্রতা গুণাঙ্ক (Co-efficient of Viscosity):[ML-1T-2]

২৩। পৃষ্ঠশক্তি (Surface Energy) : [MT-2]

২৪। ক্ষেত্রফল (Area): [L2]

২৫। আয়তন (Volume): [L3]

আরও পড়ুন- বিভিন্ন ধ্রুবক ও তাদের মান 

২৬। ঘনত্ব (Density): [MT-3]

২৭। কম্পাঙ্ক (Frequency): [T-1]

২৮। ওজন (Weight): [MLT-2]

২৯। চাপ (Pressure): [ML-1T-2]

৩০। গতিশক্তি (Kinetic Energy): [ML2T-2]

৩১। বিভবশক্তি (Potential Energy): [ML2T-2]

৩২। পীড়ন (Stress): [ML-1T-2]

৩৩। বিকৃতি (Strain): No Formula

৩৪। পয়সনের অনুপাত (Poisson's Ratio): No Formula

৩৫। আপেক্ষিক তাপ ( Specific Heat): [L2T-2K-1]

৩৬। সুপ্ত তাপ (Latent Heat): [L2T-2]

৩৮। এন্ট্রপি (Entropy): [ML2T-2K-1]

৩৯। তাপধারন ক্ষমতা (Thermal Capacity): [ML2T-2K-1]

৪০। গ্যাস ধ্রুবক (Gas Constant): [L2T-2K-1]

পদার্থবিজ্ঞানের সকল সূত্র পেতে ক্লিক করুন এখানে

একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ

If it seems any informative mistake in the post, you are cordially welcome to suggest fixing it.