পদার্থবিজ্ঞানের সূত্র | পর্ব- ১৫ ও ১৬ (তাপ বিকিরন ও অবস্থার পরিবর্তন) | Formulas for Thermal Radiation And Change of State

পদার্থবিজ্ঞানের সূত্র- তাপ বিকিরণ ও অবস্থার পরিবর্তন অধ্যায়ের সূত্রসমূহ।

পদার্থবিজ্ঞানের সূত্র । পর্ব- ১৫ ও ১৬ (তাপ বিকিরন ও অবস্থার পরিবর্তন)। Formulas for Thermal Radiation And Change of State
Image by Wisilife

পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ সূত্রের ধারাবাহিক পর্বের আজ থাকছে পর্ব-১৫ ও ১৬। এ পর্বে থাকছে তাপ বিকিরণ ও অবস্থার পরিবর্তন অধ্যায়ের সূত্রসমূহ।

সূত্র:

তাপ বিকিরণ

১। ভীনের সরণ সূত্র, λm ∝ 1/T
বা, λmT = b

যেখানে,
λm = বিকীর্ণ শক্তির তরঙ্গদৈর্ঘ্য
T = কৃষ্ণবস্তুর পরম তাপমাত্রা
b = ভীনের ধ্রুবক

২। স্টেফানের সূত্রানুসারে, কোন কৃষ্ণবস্তুর একক ক্ষেত্রফল থেকে প্রতি সেকেন্ডে বিকীর্ণ শক্তির পরিমাণ, E ∝ T4

                          বা, E = σT4

যেখানে,
σ = স্টেফানের ধ্রুবক
T= কৃষ্ণবস্তুর পরম তাপমাত্রা

বস্তুটি কৃষ্ণবস্তু না হলে স্টেফানের সূত্রানুসারে, E = σeT4

যেখানে, e = বস্তুটির আপেক্ষিক বিকিরণ ক্ষমতা

আদর্শ কৃষ্ণবস্তুর ক্ষেত্রে আপেক্ষিক বিকিরণ ক্ষমতা, e = 1

৩। কোন কৃষ্ণবস্তুর A ক্ষেত্রফল থেকে প্রতি সেকেন্ডে বিকীর্ণ তাপের পরিমাণ, E = AeσT4

এবং বিকিরণের সময় t হলে, E = AeσT4t

যেখানে,

A = বস্তুটির ক্ষেত্রফল
e = বস্তুটির আপেক্ষিক বিকিরণ ক্ষমতা
σ = স্টেফানের ধ্রুবক
T= কৃষ্ণবস্তুর পরম তাপমাত্রা

৪। T তাপমাত্রায় কৃষ্ণবস্তুটি যদি T0 তাপমাত্রার বস্তু দ্বারা বেষ্টিত থাকে তাহলে স্টেফানের সূত্রানুসারে, E = σ(T4 - T04)

আদর্শ কৃষ্ণবস্তু না হলে স্টেফানের সূত্রানুসারে, E = eσ(T- T04)

বস্তুর পৃষ্ঠের মোট ক্ষেত্রফল A হলে স্টেফানের সূত্রানুসারে, E = Aeσ(T4 - T04)

বিকিরণের সময় t হলে স্টেফানের সূত্রানুসারে, E = Aeσ(T4 - T04) t

যেখানে,
T= কৃষ্ণবস্তুর পরম তাপমাত্রা
T0 = বেষ্টিত বস্তুর তাপমাত্রা
e = কৃষ্ণবস্তুর আপেক্ষিক বিকিরণ ক্ষমতা
σ = স্টেফানের ধ্রুবক
A = কৃষ্ণবস্তুর ক্ষেত্রফল

৫। শীতলীকরণ পদ্ধতিতে কোন তরল পদার্থের আপেক্ষিক তাপ, S = 1/M [(m1s1 + m2s2) t1/t2 - m1s1]

যেখানে,
M = পরীক্ষণীয় তরল পদার্থের ভর
m1 = নাড়ানিসহ ক্যালরিমিটারের ভর
s1 = ক্যালরিমিটারের উপাদানের আপেক্ষিক তাপ
m2 = পানির ভর
s2 = পানির আপেক্ষিক তাপ = 4200 J/kg.K
t1 = উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় পৌছাতে তরল পদার্থটির প্রয়োজনীয় সময়
t2 = উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় পৌছাতে পানির প্রয়োজনীয় সময়


অবস্থার পরিবর্তন

১। m ভরের কোন বস্তুর অবস্থা পরিবর্তনের জন্য গৃহীত বা বর্জিত তাপ ΔQ হলে, এর উপাদানের আপেক্ষিক সুপ্ততাপ, l = ΔQ / m

যেখানে,

ΔQ = গৃহীত বা বর্জিত তাপ
m = বস্তুর ভর

২। বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ, lf ={(m1S1 + m2S2) (θ1 - θ) / M} - S2 θ

যেখানে,
m1 = ক্যালরিমিটারের ভর
S1 = ক্যালরিমিটারের উপাদানের আপেক্ষিক তাপ
m2 = গরম পানির ভর
S2 = পানির আপেক্ষিক তাপ
θ1 = ক্যালরিমিটার ও গরম পানির তাপমাত্রা
θ = মিশ্রণের সর্বনিম্ন তাপমাত্রা
M = বরফের ভর

৩। পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ, lv = {(m1S1 + m2S2) (θ - θ1) / M} - (100 - θ)S2

যেখানে,
m1 = ক্যালরিমিটারের ভর
S1 = ক্যালরিমিটারের উপাদানের আপেক্ষিক তাপ
m2 = ক্যালরিমিটারে ব্যবহৃত পানির ভর
S2 = পানির আপেক্ষিক তাপ
θ1 = ক্যালরিমিটার ও পানির প্রাথমিক তাপমাত্রা
θ = মিশ্রণের সর্বোচ্চ তাপমাত্রা
M = ঘনীভূত বাষ্পের ভর 

পদার্থবিজ্ঞানের অধ্যাভিত্তিক সূত্র দেখতে ক্লিক করুন এখানে 

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

  1. অসংখ্য ধন্যবাদ!
    জাযাকাল্লাহু খাইরান

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ। খুব শীঘ্রই পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের সূত্রসমূহ নিয়ে আমাদের ধারাবাহিক পর্ব শুরু হবে। আমাদের পোষ্ট ভাল লাগলে শেয়ার করে সাথে থাকুন।

      মুছুন

If it seems any informative mistake in the post, you are cordially welcome to suggest fixing it.